নোয়াখালীতে ফসলি জমি থেকে বালু তোলায় লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৩
নোয়াখালীর চাটখিলে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

নোয়াখালী, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার চাটখিলে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় অভিযান চালানো হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় ফসলি জমি থেকে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে রামনারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে মাসুদ আলীকে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কৃষিজমির মাটি কর্তন ও কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এই আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশের একটি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাম্যর মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল 
বগুড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
রাজশাহীতে ১.৬৭ লাখ অতিরিক্ত কোরবানির পশু
আইপিএলে খেলতে মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি
কেলির সেঞ্চুরিতে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল
সাম্য হত্যাকারীদের গ্রেফতার দাবি ঢাবি শিক্ষার্থীদের
তরুণ বিজ্ঞানীদের গবেষণায় পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ স্থান হতে পারে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
আবুধাবিতে শেষ হলো ট্রাম্পের গালফ সফর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি
১০