বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৬
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০২

ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান বিচারপতির অভিনন্দন

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৪(বাসস): পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক সিরিজ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগে আজ বিচারিক কার্যক্রম শুরু হলে সিনিয়র আইনজীবী মহসীন রশিদ বলেন, ‘মাই লর্ড। শুরুতে একটা খুশির খবর। আমাদের ক্রিকেট দল গতকাল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।’
এসময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন। এরপর শুনানির কার্যক্রম শুরু করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
গতকাল টেস্ট সিরিজে অনন্য ইতিহাস গড়লো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ তাদের দ্বিতীয় টেস্ট জেতে ৬ উইকেটে। বাংলাদেশের কাছে পাকিস্তান হোয়াইটওয়াশ হয় ২-০তে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।