বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৬

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা লালমনিরহাটে আসছেন আগামীকাল

লালমনিরহাট, ১০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা আগামীকাল বুধবার লালমনিরহাট সফরে এসে মতবিনিময় করবেন। 
আজ মঙ্গলবার বিকালে শহরের টেলিভিশন জার্নালিস্টস এসোসিয়েশনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালমনিরহাটে নেতৃত্বদানকারী সায়েম আদনান অর্ক, জোবায়েল শাহাদাত, মৃদুল হাবিব, সাজিদুন নবি সাজিদ, সাল ওয়াহ হাবিব ধ্রুব প্রমুখ উপস্থিত ছিলেন। 
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, আগামীকাল বুধবার বিকেলে লালমনিরহাট সফরে এসে মতবিনিময় করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। তারা আগামীকাল সকাল ১০ টায় আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং বেলা ১১ টায় লালমনিরহাট জেলার সকল উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন। বিকাল ৩ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ছাত্র জনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।