সীতাকুন্ডে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৪১ আপডেট: : ১২ জানুয়ারি ২০২৫, ১৫:০৬

চট্টগ্রাম, ১২ জানুয়ারি, ২০২৫, (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ইউসুফ (৩২), সে কুমিল্লা চৌদ্দগ্রাম জিনিতকরা এলাকার মৃত নরু মিয়ার ছেলে ও মো. মুসা (৩৮), সে সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।

র‌্যাব আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ১১ জানুয়ারি (শনিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাটস্থ পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায়। 

এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশী চালিয়ে গাড়িটির পিছনে বিশেষ কৌশলে রাখা ৩টি প্লাষ্টিকের বস্তায় ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা পায়।  

এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪লক্ষ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০