সীতাকুন্ডে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৪১ আপডেট: : ১২ জানুয়ারি ২০২৫, ১৫:০৬

চট্টগ্রাম, ১২ জানুয়ারি, ২০২৫, (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ইউসুফ (৩২), সে কুমিল্লা চৌদ্দগ্রাম জিনিতকরা এলাকার মৃত নরু মিয়ার ছেলে ও মো. মুসা (৩৮), সে সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।

র‌্যাব আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ১১ জানুয়ারি (শনিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাটস্থ পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায়। 

এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশী চালিয়ে গাড়িটির পিছনে বিশেষ কৌশলে রাখা ৩টি প্লাষ্টিকের বস্তায় ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা পায়।  

এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪লক্ষ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর গুজব : ডিএমপি’র সতর্কবার্তা
কে-পপ অডিশনের সমাপ্তি : বাংলাদেশি তরুণদের প্রশংসা দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের
সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৫ অক্টোবর
গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
ঝিনাইদহে জুলাই শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
আশ্রয় স্থগিতাদেশের পর প্রথম আগত অভিবাসীদের আটক করল গ্রিস
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই ১৪ বছরের: অধ্যাপক আলী রীয়াজ
১০