শিরোনাম
নীলফামারী, ৭ নভেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে জেলা ড্যাব ও বিসিডিএসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।
সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
এসময় সহসভাপতি মীর সেলিম ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা রেদোয়ানুল হক বাবু প্রমুখ।
পরে সেখানে ড্যাবের জেলা শাখার আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সেবাহেল এবং সদস্য সচিব ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসদলের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। এসময় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচিতে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।