বাসস
  ০৭ নভেম্বর ২০২৪, ২০:৪৬

পতিত স্বৈরাচারের দোসররা দেশের বিরুদ্ধে এখনো যড়যন্ত্র করে যাচ্ছে : শাম্মী আক্তার

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে থেকেও দেশের বিরুদ্ধে এখনো যড়যন্ত্র করে যাচ্ছে। 

তিনি বলেন,‘আসুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই  দিনে আমরা শপথ নেই, সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবো।’

আজকের এই দিনটি (৭ নভেম্বর) ঐতিহাসিক একটি দিন এ কথা উল্লেখ করে তিনি বলেন, সিপাহি - জনতার বিপ্লবের মধ্যদিয়ে এ দিনে দেশে নতুন এক প্রেক্ষাপট তৈরী হয়। শুধু তাই নয়, সেদিন বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়।  

বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম সদস্য শাম্মী আক্তার আজ বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জের ‘লাখাই উপজেলা বিএনপি’ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

এ সময় তিনি উল্লেখ করেন, এ দেশের মানুষের জন্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজীবন কাজ করে গেছেন।

লাখাই উপজেলা বিএনপি’র সভাপতি ড. আখতার আহাদ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আহমদুর রহমান আব্দাল, জেলা বিএনপি’র সদস্য আব্দুল হান্নান ফরিদ, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, লাখাই উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।