বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৮

ভারত শুধু একজনের সাথে বন্ধুত্ব রাখতে বাংলাদেশের সাথে শত্রুতা শুরু করছে: আসাদুজ্জামান রিপন

মুন্সীগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বাংলাদেশের একটি দল ও একজন বিশেষ নেতার (শেখ হাসিনা) সাথে বন্ধুত্ব রাখতে গিয়ে দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে শত্রুতা শুরু করেছে ভারত।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা বিদেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা সম্মিলিত প্রচেষ্টায়  সেই ষড়যন্ত্রের মোকাবেলা করব।’ 

বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের ডাক দিয়েছে উল্লেখ করে ড. রিপন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে। 

আজ শনিবার লৌহজং ঘোড়দৌড় এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। সকল ধর্ম, বর্ণের নাগরিক সমান অধিকার ভোগ করবে। কেউ নিরাপত্তাহীনতায় থাকবে না। ৫ আগস্টের অভ্যুত্থানের আগ ও পরের রাজনীতি আলাদা। ৫ আগস্টের আগের রাজনীতি দেশের জনগণ পছন্দ করে না।

তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন। রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন হওয়া দরকার। আরো সংস্কার হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০১৬ সালে রাষ্ট্র পরিচারনায় সংস্কারের কথা বলেছিলেন। আল্লাহর হুকুম থাকলে আগামীতে জনগণের কল্যাণে আমরা রাজনীতি করবো। জনগণের পাশে থাকবো।’

লৌহজং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান বেপারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন এডভোকেট ওয়াহিদুজ্জামান টিটু, এডভোকেট নাছির উদ্দিন বেপারী, মুক্তযোদ্ধা শেখ কামাল, লুৎফর রহমান, মোশারফ হোসেন, মো. আশিক।