শিরোনাম
চিন্ময়ের পক্ষে আগাম শুনানির জন্য উচ্চ আদালত থেকে ওকালতনামা স্বাক্ষর করে নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু চট্টগ্রাম বারের আইনজীবীর ওকালতনামা দিয়েই মামলায় লড়তে হবে-এমনটাই জানিয়েছেন আদালত। পরপর তিনবার এজলাস বসলেও স্থানীয় বারের কোনো আইনজীবী ওকালতনামা দেননি। ফলে, রবীন্দ্র ঘোষের আবেদন নথিভুক্ত করে আবারও ২ জানুয়ারিই শুনানির দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন। অন্যদিকে রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, তিনি চিন্ময়ের জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন শিগগিরই।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের নাজির নেছার আহমেদ বলেন, আইনজীবী রবীন্দ্র ঘোষ উচ্চ আদালতের ওকালতনামা নিয়ে এসেছিলেন। আগাম শুনানির জন্য করা আবেদন আদালত গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য রাখেন। কিন্তু শুনানিতে স্থানীয় বারের আইনজীবীর ওকালতনামা দিতে বলেছিলেন আদালত। স্থানীয় বারের একজন আইনজীবী আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তিনবার কোর্ট বসলেও ওকালতনামা দেয়নি কেউ।’
মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মফিজুল হক ভূঁইয়া বলেন, ‘চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনাসহ তিনটি আবেদন আজও দিয়েছেন তিনি (রবীন্দ্র ঘোষ)। এর মধ্যে তারিখ এগিয়ে আনার আবেদন আদালত গ্রহণ করেন। তবে তিনি তার সঙ্গে স্থানীয় বারের কোনো আইনজীবীকে হাজির করতে পারেননি। একজনের ওকালতনামা দিয়েছেন। তিনি মামলায় লড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে আদালত আবেদনটি নথিতে রাখার সিদ্ধান্ত দিয়েছেন। আবেদন নামঞ্জুর হয়নি। আগামী ২ জানুয়ারি এই আবেদনের শুনানি হবে।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আদালত জানিয়েছেন, কোনো বিধিতেই তিনি (রবীন্দ্র ঘোষ) মামলাটিতে মুভ করতে পারেন না। যিনি ওকালতনামা দিয়েছেন তিনি যদি ওনার সহযোগিতা চান; সেক্ষেত্রে তিনি এটি মুভ করতে পারেন। কিন্তু রবীন্দ্র ঘোষ কোনোভাবেই সরাসরি এটি মুভ করতে পারবেন না। তাই আদালত দরখাস্ত নথিভুক্ত করেছেন। জামিন শুনানি আগের নির্ধারিত তারিখেই হবে।’