শিরোনাম
বাগেরহাট, ২৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলার কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাড়িপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুক্তা হত্যা মামলার মেহেদী হাসান বাবু (৩৮) কে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার কাছ থেকে শুক্রবার ভোর ৪ টার দিকে দুমকি থানা পুলিশ আটক করেন।
তাকে গতকাল বেলা ১১টায় কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তি যুবদল নেতা মুক্ত হত্যার প্রধান আসামী এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। কচুয়া থানা পুলিশ ঐদিন বিকেল ৪টার দিকে তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেন।
দুমকি থানায় আটক থাকা অবস্থায় তিনি তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে মিলন ডাকুয়া ও বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারকে মেরে ফেলার হুমকিসহ বেশকিছু বিতর্কিত কথা বলেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে কচুয়া থানা গেটে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে তার বিচার দাবি করেন।