নেত্রকোনায় নদী থেকে বালু উত্তোলন, যুবককে অর্থদণ্ড

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:০৮

হাওরাঞ্চল (নেত্রকোনা), ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ডেনকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গতকাল সন্ধ্যায় জেলার কলমাকান্দা উপজেলায় মোসাফর হোসেন রিপন (৩৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দিকে ডেনকি নদীর গজারমারি এলাকায় এক অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোসাফর হোসেন রিপন উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি গ্রামের হাজী মুসলিমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি নামক এলাকায় ডেনকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলন করা অবস্থায় মোসাফর হোসেন রিপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারে মুচলেকা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০