নেত্রকোনায় নদী থেকে বালু উত্তোলন, যুবককে অর্থদণ্ড

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:০৮

হাওরাঞ্চল (নেত্রকোনা), ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ডেনকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গতকাল সন্ধ্যায় জেলার কলমাকান্দা উপজেলায় মোসাফর হোসেন রিপন (৩৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দিকে ডেনকি নদীর গজারমারি এলাকায় এক অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোসাফর হোসেন রিপন উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি গ্রামের হাজী মুসলিমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি নামক এলাকায় ডেনকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলন করা অবস্থায় মোসাফর হোসেন রিপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারে মুচলেকা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে ঠিকাদারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
চট্টগ্রামে পুকুরে ডুবে চবি ছাত্রীসহ ২ জনের মৃত্যু
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে অক্টোবরে : বেবিচক চেয়ারম্যান
বগুড়ায় খাল থেকে ৪টি গ্রেনেড উদ্ধার
শেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ঢাকা কলেজে কমল রিডিং ক্লাবের আলোচনা সভা
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
একনেক সভায় ৯ হাজার ৩৬১ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন
গোপালগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 
দিনাজপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ ভাই আটক
১০