নেত্রকোনায় নদী থেকে বালু উত্তোলন, যুবককে অর্থদণ্ড

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:০৮

হাওরাঞ্চল (নেত্রকোনা), ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ডেনকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গতকাল সন্ধ্যায় জেলার কলমাকান্দা উপজেলায় মোসাফর হোসেন রিপন (৩৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দিকে ডেনকি নদীর গজারমারি এলাকায় এক অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোসাফর হোসেন রিপন উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি গ্রামের হাজী মুসলিমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি নামক এলাকায় ডেনকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলন করা অবস্থায় মোসাফর হোসেন রিপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারে মুচলেকা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল শুরু হচ্ছে
ট্রাম্পের কড়া সমালোচনা করলেন বাইডেন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক চলছে
মানিকগঞ্জে শিল্পীর বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন: প্রেস উইং
ফিলিপাইনে ৫.৬ মাত্রার ভূমিকম্প
গৃহকর্মী লিজা হত্যা: সাবেক এমপি নবী নেওয়াজ রিমান্ডে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
স্বাস্থ্য সুরক্ষায় দরকার আয়োডিন যুক্ত লবনের ব্যবহার
যুক্তরাষ্ট্রে বাড়ছে অটিজম শনাক্তের হার: উন্নত শনাক্তকরণ পদ্ধতিকে কারণ হিসেবে দেখছে গবেষণা
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক 
১০