নেত্রকোনায় নদী থেকে বালু উত্তোলন, যুবককে অর্থদণ্ড

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:০৮

হাওরাঞ্চল (নেত্রকোনা), ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ডেনকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গতকাল সন্ধ্যায় জেলার কলমাকান্দা উপজেলায় মোসাফর হোসেন রিপন (৩৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দিকে ডেনকি নদীর গজারমারি এলাকায় এক অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোসাফর হোসেন রিপন উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি গ্রামের হাজী মুসলিমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি নামক এলাকায় ডেনকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলন করা অবস্থায় মোসাফর হোসেন রিপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারে মুচলেকা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমির শফিকুর রহমানের শাশুড়ি ইন্তেকাল করেছেন
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
১০