লক্ষ্মীপুরে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:০১ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৪০
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ছবি: ইত্তেফাক


লক্ষ্মীপুর, ১ জানুয়ারী, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুর পৌরসভার ২৫ প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিনশ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে সদর উপজেলা হলরুমে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 

এর মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, কলম, খাতা ও জ্যামিতি বক্সসহ নানা উপকরণ। শিক্ষা-সামগ্রী পেয়ে খুশি শিক্ষার্থীরা। স্থানীয় সরকার বিভাগের উপ-পরচিালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লফিত মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিনসহ অনেকেই। 

এ সময় জেলা প্রশাসক বলেন, এই বছর যেহেতু বই উৎসব হচ্ছে না কিন্তু পৌরসভার পক্ষ থেকে ২৫টি বিদ্যালয়ের সাড়ে তিনশ শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতে শিক্ষা উপকরণ দিচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। এইভাবে প্রত্যেকটি পৌরসভা এমন উদ্যোগ নিবে বলে আশা করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক এবং শিক্ষার্থীসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিইসির কাছে ১০০ নারী আসনের দাবি নাসরীন আউয়ালের 
সৌদিতে সিরিয়ার নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা
আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক হওয়ায় বিমান টরন্টো, লন্ডন, রোমের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ
কুমিল্লায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
ইংল্যান্ডে ৬৯ বছরে শুষ্কতম বসন্ত, খরা নিয়ে শঙ্কা
গাজায় ‘দুর্ভিক্ষ’ এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জার্মানির চ্যান্সেলরের
নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 
শিল্পী থেকে প্রধানমন্ত্রী হওয়া এদি রামা চতুর্থ দফায় আলবেনিয়ার ক্ষমতায়
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০