লক্ষ্মীপুরে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:০১ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৪০
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ছবি: ইত্তেফাক


লক্ষ্মীপুর, ১ জানুয়ারী, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুর পৌরসভার ২৫ প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিনশ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে সদর উপজেলা হলরুমে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 

এর মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, কলম, খাতা ও জ্যামিতি বক্সসহ নানা উপকরণ। শিক্ষা-সামগ্রী পেয়ে খুশি শিক্ষার্থীরা। স্থানীয় সরকার বিভাগের উপ-পরচিালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লফিত মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিনসহ অনেকেই। 

এ সময় জেলা প্রশাসক বলেন, এই বছর যেহেতু বই উৎসব হচ্ছে না কিন্তু পৌরসভার পক্ষ থেকে ২৫টি বিদ্যালয়ের সাড়ে তিনশ শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতে শিক্ষা উপকরণ দিচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। এইভাবে প্রত্যেকটি পৌরসভা এমন উদ্যোগ নিবে বলে আশা করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক এবং শিক্ষার্থীসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০