খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  নিহত-১

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫৪

খাগড়াছড়ি, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার আলুটিলা এলাকায় আজ ভোরে  সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ১ আরোহী নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। 

মৃত ব্যক্তি বান্দরবানের লামা উপজেলার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে ফিরোজ মিয়া (২০) এবং আহত  ব্যক্তি গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজীর ছেলে রাকিব হোসেন।

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে জেলার সদরের খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসা থেকে বিভিন্ন জায়গায় দিনমজুরীর কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে কাজের সন্ধানে মোটরসাইকেল যোগে মাটিরাঙা যাওয়ার পথে আলুটিলার ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সিমেন্ট বোঝাই করে খাগড়াছড়ি আসছিল। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন। তাকে  চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা মোটামুটি ভালো। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর আরো জানা যাবে।

এ দিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে খাগড়াছড়ি আলুটিলা  ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মো. ফিরোজ মারা যান, আর একজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০