খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  নিহত-১

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫৪

খাগড়াছড়ি, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার আলুটিলা এলাকায় আজ ভোরে  সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ১ আরোহী নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। 

মৃত ব্যক্তি বান্দরবানের লামা উপজেলার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে ফিরোজ মিয়া (২০) এবং আহত  ব্যক্তি গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজীর ছেলে রাকিব হোসেন।

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে জেলার সদরের খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসা থেকে বিভিন্ন জায়গায় দিনমজুরীর কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে কাজের সন্ধানে মোটরসাইকেল যোগে মাটিরাঙা যাওয়ার পথে আলুটিলার ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সিমেন্ট বোঝাই করে খাগড়াছড়ি আসছিল। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন। তাকে  চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা মোটামুটি ভালো। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর আরো জানা যাবে।

এ দিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে খাগড়াছড়ি আলুটিলা  ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মো. ফিরোজ মারা যান, আর একজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০