খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  নিহত-১

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫৪

খাগড়াছড়ি, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার আলুটিলা এলাকায় আজ ভোরে  সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ১ আরোহী নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। 

মৃত ব্যক্তি বান্দরবানের লামা উপজেলার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে ফিরোজ মিয়া (২০) এবং আহত  ব্যক্তি গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজীর ছেলে রাকিব হোসেন।

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে জেলার সদরের খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসা থেকে বিভিন্ন জায়গায় দিনমজুরীর কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে কাজের সন্ধানে মোটরসাইকেল যোগে মাটিরাঙা যাওয়ার পথে আলুটিলার ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সিমেন্ট বোঝাই করে খাগড়াছড়ি আসছিল। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন। তাকে  চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা মোটামুটি ভালো। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর আরো জানা যাবে।

এ দিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে খাগড়াছড়ি আলুটিলা  ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মো. ফিরোজ মারা যান, আর একজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে বিদ্যুৎ সরঞ্জাম চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার
বদরুদ্দীন উমরের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক
রাজবাড়ীর নুরাল পাগলা মাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫
ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
ইরফান আলী গায়ানার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত
রাজবাড়িতে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
সংসদ নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে : আনোয়ারুল ইসলাম
আদালতে আত্মসমর্পণের পর যুবদল নেতা ইসহাক সরকারকে কারাগারে প্রেরণ 
শিশু-কিশোরদের মেধা অন্বেষণের প্ল্যাটফর্ম 'নতুন কুঁড়ি' : তথ্য সচিব
বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন : শোকবার্তায় মির্জা ফখরুল
১০