খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  নিহত-১

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫৪

খাগড়াছড়ি, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার আলুটিলা এলাকায় আজ ভোরে  সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ১ আরোহী নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। 

মৃত ব্যক্তি বান্দরবানের লামা উপজেলার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে ফিরোজ মিয়া (২০) এবং আহত  ব্যক্তি গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজীর ছেলে রাকিব হোসেন।

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে জেলার সদরের খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসা থেকে বিভিন্ন জায়গায় দিনমজুরীর কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে কাজের সন্ধানে মোটরসাইকেল যোগে মাটিরাঙা যাওয়ার পথে আলুটিলার ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সিমেন্ট বোঝাই করে খাগড়াছড়ি আসছিল। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন। তাকে  চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা মোটামুটি ভালো। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর আরো জানা যাবে।

এ দিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে খাগড়াছড়ি আলুটিলা  ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মো. ফিরোজ মারা যান, আর একজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০