রংপুরে হয়ে গেল ঘোড় দৌড় প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ আপডেট: : ০২ জানুয়ারি ২০২৫, ১৩:১৫
রংপুরের গঙ্গাচড়ায় ঘোর দৌড় প্রতিযোগিতা। ছবি : বাসস

রংপুর, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের রমাকান্ত গাউছিয়া  বাজার এলাকার যুব সমাজের উদ্যোগে গতকাল বুধবার দুপুর ২টায় ঘোড় দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

প্রায় ৮ একর (৮শ শতাংশ) ধান চাষের পরিত্যাক্ত জমি তৈরী করে, বাঁশের খুঁটি মাটিতে পুঁতে সেই খুঁটিগুলোতে দড়ি পেচিয়ে সাজানো হয়েছে রংবেরঙের কাগজে।  এরইমধ্যে এসব ফসলের পরিত্যক্ত মাঠ কানায়-কানায় ভরে উঠে বিভিন্ন স্থান থেকে আসা ছোট-বড় বিভিন্ন বয়সী নারী-পুরুষে। ভিড় জমে ছিলো এক জমকালো ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে।

সরজমিনে গিয়ে দেখা যায়, দুপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে মোট ২৩ টি বিভিন্ন রঙের ঘোড়া এসেছে। সঙ্গে ছিলো ঘোড়ার মালিক ও ঘোড়সওয়ার। এরপর আয়োজকেরা ঘোড়া ও ঘোড়ার মালিকদের নাম মাইকে ডাকতে থাকেন এসময় মাইকিংয়ে শুনতে পাওয়া যায় ঘোড়াগুলোর বিভিন্ন বাহারি নাম। বাহাদুর, আগুন পাখি, রাজা, পাখি, তুফান, ময়ূরীসহ বিভিন্ন নামের ঘোড়া।

শুধু ঘোড় দৌড় প্রতিযোগিতাই নয়। খেলা দেখতে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্যও আয়োজন করা হয় বিভিন্ন ধরণের খেলাধুলার।

গতকয়েক দিন আগ থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পাড়া-মহল্লায় ঢাক-ঢোল পিটিয়ে মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগিতার। এ প্রচারণা শুনে বিভিন্ন স্থান থেকে অটোরিকশা, বাইসাইকেল, ভ্যান গাড়ি, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে চড়ে প্রতিযোগিতা দেখতে আসেন দর্শনার্থীরা । প্রতিযোগিতা দেখতে অনেকই আবার শীত উপেক্ষা করে পায়ে হেঁটেই আসেন।

কথা হয় দিনাজপুর থেকে আসা ঘোড়সওয়ার  মজনুর (২০)  সঙ্গে তিনি বাসস কে জানান,‘আমি সেই ছোট বেলা থেকে ঘোড়া চালাতে পছন্দ করি। কোথাও এরকম ধরনের আয়োজন হলেই আমি আমার বাহাদুরকে নিয়ে যাই । আমার এসব প্রতিযোগিতায় অংশ নিতে ভালোই লাগে। আজকে এখানে এসে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করায় আমার ভালোই লাগছে। আসার আগের আমার মন বলছিলো আমি প্রথম হবো।'

রংপুর নগীরর জুম্মাপাড়া থেকে খেলা দেখতে আসা সাথী আক্তার বাসসকে বলেন,‘আমার এখানে এক ননদের বাসা থাকায় গতকালকে আমাকে ফোন করে বলছিলো ঘোড় দৌড়রের কথা। এ খবর শুনে আমি  আমার ছোট ছেলে শাহাদাৎ কে নিয়ে ঘোড় দৌড়  খেলা দেখতে এসেছি । এখানে এসে অনক ভালোই লাগলো। আমি এর আগে কখনও এধরনের ঘোড় দৌড় সরাসরি দেখিনি।'

আয়োজক ওবায়দুল ইসলাম (৩৪) জানান,‘আমারা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় যাই সেখানে দেখি এই ঐতিহ্যবাহী খেলাগুলোর তারা বেশি আয়োজন করেন। সেই অনুযায়ী কিন্তু আমাদের এ উত্তর অঞ্চলে এ খেলাগুলো নাই বললেই চলে তাই আমরা এ গজঘন্টা ইউনিয়নের গাউছিয়া বাজার এলাকার যুব সমাজ এ খেলার  আয়োজন করা সিদ্ধান্ত গ্রহণ করি। এরই প্রেক্ষিতে এলাকার সবার সহযোগিতায় আমরা এ খেলাটির আয়োজন করি ।'

দৌড় প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৬টায়   বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।  এসময় সাংবাদিক মিজানুর রহমান লুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনর্চাজ আল এমরান প্রমূখ।

এতে প্রথম স্থান লাভ করেন, দিনাজপুর থেকে আসা মজনুর বাহাদুর নামের ঘোড়া, দ্বিতীয় স্থান লাভ করেন, রংপুরের বদরগঞ্জ মুকাদ্দেস এর আগুন পাখি নামের ঘোড়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কসমোপ্রফ-ভারত ২০২৫ : আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনীতে বাংলাদেশের উপস্থিতি
ফাইন্যান্সিয়াল ক্রাইম প্রতিরোধে সিআইডি-বাংলাদেশ ব্যাংক-এমএফএসের মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
আসন্ন নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় সিআইডি-টিকটকের কাঠামোবদ্ধ সমন্বয়ের উদ্যোগ
মুগদায় পিস্তল-গুলি, ম্যাগজিন ও প্রাইভেটকারসহ ৫ জন গ্রেফতার
ইসিতে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা বৃহস্পতিবার
ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৯ সাংবাদিক
ডিসেম্বরে ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস ও আধুনিক ল্যান্ডিং পেজ চালু করবে ডিএসই 
হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি
একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
১০