লালমনিরহাটে ঘন কুয়াশায় মানুষের দুর্ভোগ বেড়েছে

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৪:২৯

লালমনিরহাট, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় ঘন কুয়াশায় মানুষের বেড়েছে দুর্ভোগ। শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্ক লোকজন । কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। ফলে রাতের পাশাপাশি দিনভর অনুভূত হয় শীত। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এ ছাড়া চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার তথ্যটি ‘বাসস’কে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া অফিস। এদিকে গতকাল বুধবার সারাদিন সূর্যের দেখা মেলেনি লালমনিরহাটে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় হেডলাইট জ্বালিয়ে সড়কে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। কনেকনে ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবি মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। শীতের দাপটে গ্রামাঞ্চলের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন লালমনিরহাটের মানুষ। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে কষ্টে পড়েছে মানুষসহ গৃহপালিত পশুপাখিরাও। তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন।

এ দিকে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। ফলে দিন ও রাতে সমান শীত অনুভূত হয়। শীতে কষ্টে পড়েছে  নদ-নদী তীরবর্তী চর অঞ্চলের দরিদ্র মানুষ।

তিস্তা পাড়ের বাসিন্দা মহামিনা বেগম (৪৫) বলেন, ‘ঠান্ডায় সকাল সকাল কাজে যোগ দিতে কষ্ট হয়। রাতে শীতের তীব্রতায় কষ্ট বেড়েছে, সকালে কুয়াশার কারণে এ কষ্ট তীব্র হয়েছে।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ১ মাস ধরে এ অঞ্চলের সর্বনিম্ন  তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। আগামীতে আরো তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, ঠান্ডার কারণে প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে আমাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঝিনাইদহে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল
জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে ইসি 
এফওসিতে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব
তিন ঘণ্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ পুনঃস্থাপন
তিস্তা নদীতে নির্মাণাধীন সেতুর কাজ পাঁচ বছর ধরে বন্ধ
চট্টগ্রামের হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের জরিমানা
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
দুর্নীতি ও অর্থ আত্মসাৎ : সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উন্নতমানের গবেষণায় সবাইকে উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে: ভিসি বিএমইউ 
১০