আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. শাকিব নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে রমনা থানায় করা মামলায় এ নির্দেশ দেন আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান তার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাদী জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের উলটো পাশের হিসাবভবনের পেছনে রাস্তায় মিছিল করছিলেন। আন্দোলনকে নস্যাৎ করার জন্য এ সময় আসামিরা দা লাঠি দেশি-বিদেশি অস্ত্রসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপরে লাঠিপেটা ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ সময় বাদী আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন বাদীর দলীয় নেতাকর্মীরা ও ছাত্রজনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় ১১ ডিসেম্বর বাদী মো. শাকিব রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৬ জনকে আসামি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০