সাতক্ষীরায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯
সাতক্ষীরায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাসস

সাতক্ষীরা, ২ জানুয়ারী, ২০২৫ (বাসস): সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালত অভিযান তিনটি ইটভাটার মালিককে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই ইট ভাটা মালিকের প্রত্যেককে ৩ মাস করে কারাবাস করেছে।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা মেসার্স এম এম ব্রিকস, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে এ অভিযান চালানো হয়।    

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় কোনো বৈধ কাগজপত্র, ভ্যাট-ট্যাক্সের নথিপত্র ও রেজিস্ট্রেশন না থাকায়, সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা এলাকার মেসার্স এম এম ব্রিকসের মালিক আমিনুল হককে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাবাস প্রদান করা হয়। একই সাথে ভাটার একাংশ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়া, একই উপজেলার আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকসের মালিক কামরুল ইসলামকেও একই অপরাধে তিন লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের কারাবাস প্রদান করা হয় এবং ইটভাটাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এদিকে, ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে অভিযান চালিয়ে ভাটা মালিক কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে তৈরিকৃত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে বৈধ কাগজপত্র না দেখানো পর্যন্ত উক্ত তিনটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান অবৈধ কার্যক্রম বন্ধ করতে ও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনাস্থা ভোটের আগে পদত্যাগ করলেন পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানসেন
প্রধান উপদেষ্টাকে ডি লিট ডিগ্রি প্রদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
ট্রাম্প-আল-শারার বৈঠকে অনলাইনে যোগ দিলেন এরদোয়ান
গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৯
নেত্রকোনায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
ফৌজদারী বিধি ও আদেশ সংশোধনে জেলা আইনজীবী সমিতির মতামত চাওয়া হয়েছে
হুথি ক্ষেপণাস্ত্র ঠেকানোর পর ইয়েমেনি বন্দর এড়িয়ে চলার আহ্বান ইসরাইলের
দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে : খাদ্য উপদেষ্টা
বজ্রপাতে প্রাণহানি এড়ানোর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে রিট
হাটহাজারী ও কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা
১০