শাবিপ্রবিতে ভর্তি আবেদনের সার্ভার সচল

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ আপডেট: : ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:১৯

সিলেট, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুই দিন বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্ভার ফের সচল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://admission.sust.edu.bd/ এই সংক্রান্ত তথ্য প্রদর্শিত হচ্ছে।

জানা গেছে, সার্ভার সমস্যার কারণে গত ২ দিন ধরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে পারেননি শিক্ষার্থীরা। ভর্তিচ্ছু শিক্ষার্থী জানিয়েছেন, শাবিপ্রবির ওয়েবসাইটে আবেদন করার জন্য চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছেন।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, পেমেন্ট গেটওয়ে সিস্টেমে সার্ভারে সমস্যা হওয়ায় আবেদন নিতে সমস্যা হয়েছিল। এখন সার্ভার ঠিক হয়েছে।

দুই দিন বন্ধ থাকার আজ বৃহস্পতিবার মধ্যরাতে সার্ভার চালু হয়।

গত ৫ জানুয়ারি থেকে শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া আগামী ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) ১,২৫০ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) ১,৪০০ টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা শাবিপ্রবিতে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে শাবিপ্রবিতে।

আগামী মাসের ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ)। একই দিন বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট আসন ৯৮৫ টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫ টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিজস্ব পদ্ধতিতে আগামী ২৮ ফেব্রুয়ারি ৫টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেয়ার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আর্কিটেকচার (এ-১ ইউনিট) বিভাগের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে : বাংলাদেশ ব্যাংক
শেষ হয়েছে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা
অবৈধ পন্থায় শুল্কমুক্তভাবে গাড়ি এনে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে দুদকের অভিযান
পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তা বদলি
গাজায় সোমবার থেকে শিশুখাদ্য ঢুকতে দেবে ইসরাইল
শেখ হাসিনার বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা 
ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার
নতুন পোপকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের
নড়াইলে বেকসুর খালাস পেলেন বিএনপি’র ৪৪ নেতা-কর্মী 
বাংলাদেশে ফ্লাইট চালুর অনুমোদন পেলো পাকিস্তানের এয়ার-সিয়াল
১০