চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আমেজ

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২৩:১৯
ছবি : বাসস

চাঁদপুর, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তফসিলের সময় ঘোষণার পর চাঁদপুরে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সক্রিয় হয়ে উঠেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে থেকে ‘ধানের শীষ’ প্রতীকের  স্লোগান নিয়ে জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে মিছিল বের হয়।

মিছিলটি শহরের আদালত পাড়া, ছায়াবানী মোড়, নিউ ট্রাক রোড, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  

এ সময় জেলা বিএনপি সভাপতি বলেন, আমি যদি দল থেকে (বিএনপি) মনোনয়ন পাই, আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে চাঁদপুরকে একটি আধুনিক, বাণিজ্যিক ও উন্নয়নশীল শহরে রূপান্তর করব।

তিনি বলেন, শহরের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বেকারত্ব দূরীকরণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদানের জন্য ব্যাপক পরিকল্পনা রয়েছে।

শিক্ষা খাতে ব্যাপক সংস্কার করে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সর্বোপরি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ,  যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার স্কুলের ধ্বংসস্তুপের নিচে আর কেউ বেঁচে নেই
বরিশালে দশমী বিহিত পূজা অনুষ্ঠিত
ইসরাইলি বাধা সত্ত্বেও গাজায় ত্রাণবহরের চাপ অব্যাহত
বগুড়ায় নিহত রাহুলের পরিবারের পাশে তারেক রহমান
ফেনীতে বাসচাপায় তিনজন নিহত
দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে নিরাপত্তা জোরদার কোস্টগার্ডের
পিরোজপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
ইউক্রেনে রুশ ড্রোন হামলায় একই পরিবারের সবাই নিহত
রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
কুলিয়ারচরে ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে তরুণ নিখোঁজ
১০