ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২২:০২ আপডেট: : ২১ নভেম্বর ২০২৫, ০১:০৯
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জগন্নাথ হলের উদ্যোগে আয়োজিত ‘সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’- এর উদ্বোধন । ছবি: বাসস

ঢাকা, ২০ নভেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জগন্নাথ হলের উদ্যোগে আয়োজিত ‘সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’- এর উদ্বোধন হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধা ৬ টায় ঢাবির জগন্নাথ হল মাঠে ফিতা কাটা ও বেলুন উড্ডয়নের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির উদাহরণ হিসেবে আজকের এই আয়োজন করেছে। এটার মাধ্যমে রাজনীতি সচেতন শিক্ষার্থীর মধ্যে আরও বেশি ভ্রাতৃত্ব, সংহতি তৈরি হবে।

স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি ১১ সেপ্টেম্বর ১৯৮৩ সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাই, সেদিনের খেলা আমাকে যেভাবে আকর্ষণ করেছিলো, একইভাবে আজকের খেলাও আমাকে সেভাবে আকর্ষ করে। তবে সময়ের স্বল্পতার কারণে এখন নিয়মিত যেতে না পারলেও সপ্তাহে অন্তত দুই-একদিন যাই।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ হলের প্রাধাক্ষ দেবাশীষ পাল, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণসহ অন্যান্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা
বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ 
১০