রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২৩:৫৮

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরা এবং লালবাগ বিভাগে পৃথক অভিযানে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করা হয়েছে।

সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে একাধিক ব্যক্তিকে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়েছে। সার্বিক সহায়তায় ছিলেন ডিএমপির ট্রাফিক-উত্তরা, ট্রাফিক-লালবাগ বিভাগ এবং সংশ্লিষ্ট থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল রাজধানীর আজমপুর ওভারব্রিজ এবং হাউজ বিল্ডিং মোড়ে রাস্তার উভয় পাশে অভিযান চালানো হয়। অভিযানকালে ফুটপাতে যানবাহন এবং পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের ৮৮ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

অপরদিকে ডিএমপির লালবাগ বিভাগ আজ বৃহস্পতিবার ফুলবাড়িয়া থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাতে যানবাহন এবং পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ১১ টি ট্রান্সপোর্ট এজেন্সিকে সড়ক পরিবহন আইনে ৫৭ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ডিএমপি এমন অভিযান অব্যাহত রাখবে।

নগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধও জানিয়েছে ডিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা
বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ 
১০