শিরোনাম
সিলেট, ৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : সিলেটের জকিগঞ্জে ৩৫০ পরিবারকে শীতবস্ত্র দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার কসকনকপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতবস্ত্র বিতরণ করে ১৯ বিজিবি ব্যাটালিয়ন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্ত সংক্রান্ত অপরাধ শূণ্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি কাজ করছে। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধ, আন্তর্জাতিক সীমা রেখায় অবৈধ কার্যক্রম বন্ধ, সীমান্তের শূণ্য লাইনে গবাদী পশু চরানো, নারী ও শিশু পাচার এসব অন্যায় এবং দেশের স্বার্থবিবর্জিত কাজ। মাদক ও চোরাচালন রোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা দরকার।’
এ সময় উপস্থিত ছিলেন, ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের পিএসসি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ এমাদুল হক, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ স্কুল-মাদরাসার শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা।