জাজিরা থানা কমপ্লেক্স থেকে ওসির মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮ আপডেট: : ০৯ জানুয়ারি ২০২৫, ২৩:৫১

শরীয়তপুর, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আল-আমিনের মরদেহ জাজিরা থানার নতুন ভবনের ২য় তলায় ইন্সপেকশন বাংলো (পদ্মা) রুমের মধ্যে জানালার গ্রীলের সাথে ঝুলে থাকতে দেখা গেছে ।

শরীয়তপুরের পুলিশ সুপার ( এসপি) নজরুল ইসলাম জানান,  সকাল  ১১ টায় থানার পুলিশ সদস্য আজিজুল হক মোবাইল ফোনে অফিসের কাগজপত্র সিগনেচারে জন্য ফোন করলে ওসি আল-আমিন জানান যে তার একটু দেরি হবে।

এরপর সে অফিসে না যাওয়ায় জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুপুর ১ টার সময় থানার দ্বিতীয় তলার রুমে গেলে রুমের দরজা খোলা কিন্তু ভিড়ানো অবস্থায় দেখতে পায়। দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে রুমের উত্তর পাশে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় ওসি আল-আমিন এর মরদেহ দেখতে পেয়ে থানার ডিউটি অফিসারসহ অন্যান্যদের  জানায়। এরপর তিনি  পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাকে অবগত করেন।

খবর পেয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফুজ্জামান, পুলিশ সুপার নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জাজিরা থানা কমপ্লেক্সে যান।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ওসি আল-আমিনের মৃত্যুর  সঠিক কারন এখন পর্যন্ত জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্তসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আল-আমিনের পৈত্রিক বাড়ি বরিশাল জেলার মূলাদি থানায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২১ জুলাই : কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সারাদেশে সংঘর্ষে আরও ১৯ জন নিহত
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
১০