পঞ্চগড়ে শহিদ সাগরের নামে সড়কের নামকরণ

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
পঞ্চগড়ে শহিদ সাগরের নামে সড়কের নামকরণ। ছবি: বাসস

পঞ্চগড়, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ সাগর ইসলামের নামে পঞ্চগড় সদর উপজেলার একটি সড়কের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল-ধামেরঘাট সড়কটির নামফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, শহিদের বাবা রবিউল ইসলাম ও মা সকিনা বেগম এ সময় উপস্থিত ছিলেন।

শহিদ সাগর ইসলামের বাড়ি চাকলাহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। তিনি গত ৫ আগষ্ট ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।

সাগর ইসলাম (১৯) বড় হয়েছেন নানীর বাড়িতে। পরিবারে আপন বলতে কেবল মানসিক অসুস্থ মা আর বৃদ্ধা নানী। অভাব অনটনের মধ্যেই ২০২২ সালে স্থানীয় বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন সাগর। পরে সংসারের হাল ধরতে পারি জমান ঢাকায়। সেখানে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে জীবন দিয়ে আমাদেরকে ঋণি করে গেছেন শহিদ সাগরেরা। আমরা শহিদদের রেখে যাওয়া কাজগুলো করতে চাই। শহিদ সাগর আমাদের অনুপ্রেরণা।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, সাগর নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। শহিদ সাগরের পরিবারের পাশে সবসময় রয়েছে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৫
কুমিল্লার বাসচাপায় দু’জন নিহত 
গাজা শহরে ইসরাইলের স্থল আক্রমণ শুরু
চট্টগ্রামে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ১৭ নির্দেশনা
খুলনায় প্লাস্টিক দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জাতীয় নির্বাচনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন
আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা করে সরকার এলএনজি আমদানি করছে : অর্থ উপদেষ্টা
নোবিপ্রবিতে কৃষি ও মৎস্য গবেষণা বিষয়ক ইনসেপশন ওয়ার্কশপ 
জামায়াত আমিরের সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সের
১০