তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো একটি দেশের মেরুদণ্ড : আইসিটি সচিব

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:৫৬
বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি সেমিনারে কথা বলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। ছবি: বাসস

রংপুর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো একটি দেশের মেরুদণ্ড। প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যেতে হলে সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ক্যাফেটেরিয়া ভবনে আয়োজিত ‘এক্টিভেশন প্রোগ্রাম অব ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পীরগঞ্জে গড়ে ওঠা ইনকিউবেশন সেন্টারের ল্যাবগুলো ব্যবহারের মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতার সুযোগ পাবে শিক্ষার্থীরা। প্রাথমিক অবস্থায় এখানকার ৫টি ল্যাবের মধ্যে ২টি ল্যাব ব্যবহারের সুযোগ পাবে বেরোবির শিক্ষার্থীরা। সকলের জন্য উন্মুক্ত করে স্থানীয়ভাবে এই সেন্টারকে কার্যকর করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিনুল ইসলাম, ডিইআইইডি প্রকল্পের পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ার, ইনোভেশন এন্ড স্টারটাপ স্প্যাশালিস্ট ড. অনন্যা রায়হান, বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, পুঁিথগত বিদ্যার পাশাপাশি আমরা প্রায়োগিক বিদ্যাশিক্ষায় গুরুত্ব দিচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত। তারা আইটিতে ভালো করছে। ইনকিউবেশন সেন্টার ব্যবহার শিক্ষার্থীদেরকে পড়ালেখা শেষে কর্মজীবনে দক্ষতা সৃষ্টিতে সহায়ক হবে। শিক্ষার্থী ও গবেষণার জন্য এটির ব্যবহার নিশ্চিত করা গেলে আগামী দিনে এখান থেকে মূল্যবান আউটপুট পাওয়া যাবে। সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির বাইরে সব শিক্ষার্থীদের জন্য এই ল্যাবগুলো ব্যবহার করতে পারবে। সুতরাং আইটি ট্রেনিং এন্ড ইনোভেশন সেন্টারকে আমরা যথাযথ কাজে লাগাতে পারবো।

এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির একটি প্রতিনিধি দল ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল যৌথভাবে রংপুরের পীরগঞ্জে অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিনুল ইসলাম, ডিইআইইডি প্রকল্পের পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ার, আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক হুমায়ুন কবীর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের হয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমানসহ আইসিটি সেলের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে স্থানীয় উদ্যোক্তা ও আউট সোর্সিংয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো নোংরা অপরাজনীতি : সালাহউদ্দিন আহমেদ
চাঁদাবাজদের হাত থেকে দেশের ব্যবসায়ীদের রক্ষা করবো : নাহিদ ইসলাম
১০