জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২৩:৫৬
ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ আগস্ট ২০২৫ (বাসস) : জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকে শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা প্রকাশ করেছে দলটি। আজ গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমাদের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রামে একসাথে ছিলাম। এই পরিস্থিতিতে যে সব বিষয় প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি একমত।

তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের পতন করতে সক্ষম হয়েছি। কিন্তু এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে, মানুষ এখন নির্বাচন চায়। আমরা সবাই আওয়ামী লীগের যত অপরাধ আছে সবকিছুর বিচার চাই। বর্তমানে নির্বাচন বিলম্বিত হওয়ার যুক্তিসংগত কোনও কারণ আমরা দেখতেছি না।

তিনি বলেন, আমরা আশা করি, খুব শিগগিরই সরকার নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবে। নির্বাচনকে অর্থবহ করার জন্য আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় ইস্যুগুলোতে জাতীয় ঐক্য অপরিহার্য। আমরা দ্রুত নির্বাচন চাই, এমন কিছু করা উচিত হবে না যাতে নির্বাচন অনিশ্চয়তার কবলে পড়ে।

জমিয়ত নেতা বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস খোলা হচ্ছে, সেটি নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকারের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০