ঢাকা, ৪ আগস্ট, ২০২৫(বাসস) : কর্তৃত্ববাদী সরকারের পতনের পর এক বছরে বিচার, সংস্কার, নির্বাচন প্রস্তুতি ও রাষ্ট্র পরিচালনায় কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আইনের শাসন, স্বচ্ছতা, সুস্পষ্ট রোডম্যাপ ও রাজনৈতিক সদিচ্ছার ঘাটতিতে রাষ্ট্র সংস্কারের পথ কণ্টকাকীর্ণ হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ সোমবার এ কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
টিআইবি জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গণ-অভ্যুত্থানে হত্যার বিচার শুরু, গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর, ১১টি সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন গঠন, ৫০টি আইন প্রণয়ন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রণয়ন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ অধ্যাদেশ জারি, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং আর্থিক খাত সংস্কারে টাস্কফোর্স গঠনসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
সংস্থাটি জানায়, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে, অনেক ক্ষেত্রে বেছে বেছে বাস্তবায়ন হচ্ছে। তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন পুনর্গঠন হয়নি- যা টিআইবির মতে নজিরবিহীন। র্যাব বিলুপ্তি ও গোয়েন্দা সংস্থার সংস্কারে কোনো অগ্রগতি নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, মুহাম্মদ বদিউজ্জামান, শাহজাদা এম আকরাম, মো. জুলকারনাইন ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম।