অন্তর্বর্তী সরকারের এক বছরে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা সত্ত্বেও অর্জনের পথ কণ্টকাকীর্ণ : টিআইবি

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২২:৩১ আপডেট: : ০৪ আগস্ট ২০২৫, ২৩:৫২
ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫(বাসস) : কর্তৃত্ববাদী সরকারের পতনের পর এক বছরে বিচার, সংস্কার, নির্বাচন প্রস্তুতি ও রাষ্ট্র পরিচালনায় কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আইনের শাসন, স্বচ্ছতা, সুস্পষ্ট রোডম্যাপ ও রাজনৈতিক সদিচ্ছার ঘাটতিতে রাষ্ট্র সংস্কারের পথ কণ্টকাকীর্ণ হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ সোমবার এ কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

টিআইবি জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গণ-অভ্যুত্থানে হত্যার বিচার শুরু, গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর, ১১টি সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন গঠন, ৫০টি আইন প্রণয়ন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রণয়ন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ অধ্যাদেশ জারি, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং আর্থিক খাত সংস্কারে টাস্কফোর্স গঠনসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।

সংস্থাটি জানায়, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে, অনেক ক্ষেত্রে বেছে বেছে বাস্তবায়ন হচ্ছে। তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন পুনর্গঠন হয়নি- যা টিআইবির মতে নজিরবিহীন। র‌্যাব বিলুপ্তি ও গোয়েন্দা সংস্থার সংস্কারে কোনো অগ্রগতি নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, মুহাম্মদ বদিউজ্জামান, শাহজাদা এম আকরাম, মো. জুলকারনাইন ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০