তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের চিত্র পাল্টে যাবে : বিএনপি মহাসচিব 

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭

মুন্সীগঞ্জ, ১৭ জানুয়ারী, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। তাদের মেধা শক্তি অনেক ভালো। তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।

আজ শুক্রবার দুপুরে জেলার সিরাজদিখানে ঢালীস আম্বার রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূর করে বৈষম্যহীন সমাজ গড়তে, দেশের সকল স্থানে বৈপ্লবিক পরিবর্তন আনতে। আজকের তরুণরা অনেক জানে, এ জানার শেষ নেই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই বেশী গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ঢাকা কলেজের পুরানো বন্ধুদের পেয়ে ভালো লাগছে। তখনকার আর এখনকার সময়ের মধ্যে চিন্তা, ভাবনা ও প্রযুক্তিতে অনেক পার্থক্য রয়েছে। ঢাকা কলেজের ছাত্র হিসেবে নিজেকে গর্বিত মনে করেন উল্লেখ করে তিনি বলেন, ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নিয়েছি। ঢাকা কলেজের জীবন আন্দময় ছিল। 

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নের আয়োজক কমিটির আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, সাংবাদিক শফিক রেহমানসহ ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু 
লিগ্যাল এইডের হেল্পলাইনের মাধ্যমে ১,৯১,৪৯৩ জনকে আইনি সেবা
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
১০