তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের চিত্র পাল্টে যাবে : বিএনপি মহাসচিব 

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭

মুন্সীগঞ্জ, ১৭ জানুয়ারী, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। তাদের মেধা শক্তি অনেক ভালো। তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।

আজ শুক্রবার দুপুরে জেলার সিরাজদিখানে ঢালীস আম্বার রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূর করে বৈষম্যহীন সমাজ গড়তে, দেশের সকল স্থানে বৈপ্লবিক পরিবর্তন আনতে। আজকের তরুণরা অনেক জানে, এ জানার শেষ নেই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই বেশী গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ঢাকা কলেজের পুরানো বন্ধুদের পেয়ে ভালো লাগছে। তখনকার আর এখনকার সময়ের মধ্যে চিন্তা, ভাবনা ও প্রযুক্তিতে অনেক পার্থক্য রয়েছে। ঢাকা কলেজের ছাত্র হিসেবে নিজেকে গর্বিত মনে করেন উল্লেখ করে তিনি বলেন, ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নিয়েছি। ঢাকা কলেজের জীবন আন্দময় ছিল। 

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নের আয়োজক কমিটির আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, সাংবাদিক শফিক রেহমানসহ ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
৫২ ঘণ্টা পর চবি’র ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রুশ মহড়ায় তাৎক্ষণিক সামরিক হুমকি দেখছে না ন্যাটো
১০