ব্যবসায়ী রাজন হত্যা মামলায় সব আসামি হাইকোর্টে খালাস

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১১

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর কাপ্তান বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরেফিন আবেদীন খান রাজন হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত ডেথ রেফারেন্সে ও আপিল নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আহসান উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম মাসুদ রানা, মনজুরুল আলম সুজন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউনূস আলী রবি।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ।

এ মামলায় ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন জয় ও আলমগীর ঢালী। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুম আহমেদ ইমন, নাজমুল ও নিয়ামত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আলমগীর ঢালী ও নাজমুল কারাগারে ছিলেন। বাকি চার আসামি এখনো পলাতক।

রাজন রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজার এলাকার এরশাদ মার্কেটের ‘বিক্রম পাওয়ার’ এনার্জি বাল্ব বিপণনকারী প্রতিষ্ঠানের মালিক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাফিজ ও জাহাঙ্গীর ছিলেন তার দোকানের কর্মচারী। বিভিন্ন সময় আসামিরা রাজনের ব্যবসা থেকে ৬৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। পরে আসামিরা পরিকল্পিতভাবে রাজনকে কেরানীগঞ্জে জমি দেখানোর কথা বলে নিয়ে ২০১৫ সালের ১৩ অক্টোবর হত্যা করে। 

হত্যার পর মরদেহ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চিতাখোলা এলাকার একটি ডোবায় ফেলে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিরে দেখা ২ আগস্ট: রংপুরে আন্দোলনে শিক্ষক-অভিভাবকদের সংহতি
ট্রাম্পের শুল্কনীতি: কী পরিবর্তন, কারা ক্ষতিগ্রস্ত
ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে
শহীদের আত্মত্যাগ আগামী দিনের দেশ গড়ার প্রেরণা : ইকবাল হাসান মাহমুদ টুকু
নাটোরে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
পিআর পদ্ধতির দাবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র: সালাউদ্দিন টুকু
পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ১৯ শতাংশ শুল্ককে ‘সর্বোত্তম সুখবর’ বললেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
সাতক্ষীরায় মাটির সুরক্ষা ও সুষম সার বিষয়ে কৃষক সমাবেশ 
জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবিতে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন 
১০