বগুড়ায় কমেছে সবজির দাম, স্বস্তি জনমনে

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩০
বগুড়ায় এক সপ্তাহের ব্যবধানেই সমজির দাম কমে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। ছবি: বাসস

বগুড়া, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : এক সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে সব রকমের সবজির দাম কমেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

বগুড়া শহরের একাধিক বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, সাতদিন আগে যে সবজির কেজিপ্রতি দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা, তা এখন ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

উত্তরাঞ্চলের মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়ে থাকে। জেলায় শীতকালীন বিভিন্ন ধরনের সবজির চাষ করেন কৃষকরা। শীত মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় আগাম সবজি উৎপাদন হয়েছে ৮০ হাজার টন। বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির দাম শুরুতে বেশি ছিল। বিভিন্ন সময় কাঁচাবাজারে দাম উঠানামা করলেও এখন প্রচুর আমদানি থাকায় কমেছে দাম।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সব ধরণের সবজির আমদানি আবারো বেড়েছে। এ কারণে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা দাম কমেছে। তবে আর কিছুদিন পর আমদানি কমে যেতে পারে। তখন ফের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, বগুড়া শহরের ফতেহ আলী, রাজাবাজার, কলোনি, খান্দার এলাকায় কাঁচাবাজারে সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। মটরশুঁটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। যা আগে ছিল ১৬০ টাকা। বেগুনের দাম কমে ২০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ১০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, শিম ২০ থেকে ৪০ টাকা, করলা ৬০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, মূলা ২০ টাকা, গাঁজর ৪০ টাকা, মিষ্টি লাউ ৪০ থেকে ৫০ টাকা, শসা ২৫ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে বাধাঁকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা।

বগুড়া রাজাবাজারের সবজি ব্যবসায়ী পান্না মিয়া জানান, সবজির আদমানি বেড়ে যাওয়ায় দাম কমেছে। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজি প্রতি কমেছে ১০ থেকে ২০ টাকা। দাম কমায় বিক্রিও ভালো হচ্ছে।
বাজারে সবজি কিনতে আসা শহরের কলোনী এলাকার নুরুল ইসলাম জানান, সবজির দাম কম। তাই বেশি বেশি করে কিনছি।

বগুড়া সদরের সাবগ্রাম এলাকার কৃষক আমজাদ হোসেন জানান, বাজারে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে। 

এতে করে লোকসানে পড়তে হচ্ছে। একমণ সবজি বিক্রি করে একজন শ্রমিকের খরচ উঠছে না।

রাজাবাজার পাইকারী আড়তদার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েতুল ইসলাম বাবু জানান, বগুড়ার বৃহত্তর সবজির মোকাম মহাস্থান হাটে আমদানি বাড়ায় খুচরা বাজারে সবজির দাম কমেছে। বগুড়ায় জেলায় প্রচুর শীতকালীন সবজরি আবাদ হয়েছে। যা বগুড়ার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও নিয়ে যাওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০