নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যামের রাঙ্গামাটি রক্ষাকালী মন্দির পরিদর্শন

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭ আপডেট: : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:০৭
আজ রাঙ্গামাটির রক্ষাকালী মন্দির পরিদর্শন করতে আসেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জেলার রক্ষাকালী মন্দির পরিদর্শন করেছেন।

আজ  শনিবার সকাল ১০টার দিকে তিনি জেলার তবলছড়ি রক্ষাকালী মন্দির পরিদর্শনে যান।

রাষ্ট্রদূত এসে পৌঁছলে রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক ও রাঙ্গামাটিতে বসবাসরত নেপালী বংশদ্ভুত রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

মন্দির পরিদর্শনকালে রাষ্ট্রদূত বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী তার মন্দির পরিদর্শনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাসসকে বলেন, রাঙ্গামাটিবাসীর আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি বিশ্বশান্তি কামনায় কালী মায়ের মন্দিরে প্রার্থনা করেছি।

তিনি আরও বলেন, আমি রাঙ্গামাটিতে আমাদের নেপালি বংশদ্ভূত লোকজনকে দেখে অত্যন্ত খুশি হয়েছি। তারাও আমাকে দেখে আবেগাপ্লুত হয়েছেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক, রক্ষাকালী মন্দিরের পুরোহিত রণধীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি শিলা রায়, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পংকজ বাহাদুর গুর্খাসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে বন্যার্তদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ
দর্শনার ঝাঝাডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহতের বাড়িতে নাহিদসহ এনসিপির নেতৃবৃন্দ
ভারতে সেতু ধসে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক
সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ: নাহিদ ইসলাম
ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা : হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত
সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ
বনানীতে রেস্টুরেন্ট অ্যান্ড বার ভাঙচুর : প্রধান আসামি মনিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০