রাঙ্গামাটি, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জেলার রক্ষাকালী মন্দির পরিদর্শন করেছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে তিনি জেলার তবলছড়ি রক্ষাকালী মন্দির পরিদর্শনে যান।
রাষ্ট্রদূত এসে পৌঁছলে রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক ও রাঙ্গামাটিতে বসবাসরত নেপালী বংশদ্ভুত রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মন্দির পরিদর্শনকালে রাষ্ট্রদূত বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী তার মন্দির পরিদর্শনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাসসকে বলেন, রাঙ্গামাটিবাসীর আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি বিশ্বশান্তি কামনায় কালী মায়ের মন্দিরে প্রার্থনা করেছি।
তিনি আরও বলেন, আমি রাঙ্গামাটিতে আমাদের নেপালি বংশদ্ভূত লোকজনকে দেখে অত্যন্ত খুশি হয়েছি। তারাও আমাকে দেখে আবেগাপ্লুত হয়েছেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক, রক্ষাকালী মন্দিরের পুরোহিত রণধীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি শিলা রায়, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পংকজ বাহাদুর গুর্খাসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।