ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার বৈঠক, আইনের শাসনভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৪০ আপডেট: : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫২
সুইজারল্যান্ডের দাভোসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক। ছবি: Chief Adviser GOB ফেসবুক পেজ

দাভোস, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে তারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এমন পৃথিবী দরকার যা হবে আইনের শাসনভিত্তিক।’

অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। আলেক্সান্ডার স্টাব বলেন, ‘আমি আপনাদের জন্য শুভকামনা জানাই।’

প্রেসিডেন্ট স্টাব গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে।

অধ্যাপক ইউনূস জানান, তাঁর সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 
কানাডার অর্থনীতি জোরদারে মার্ক কার্নির বড় প্রকল্প ঘোষণা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
১০