তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু রংপুরের জনপদ

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৪২
তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু রংপুরের জনপদ। ছবি : বাসস

।।রেজাউল করিম মানিক।।

রংপুর, ২২ জানুয়ারি ২০২৫( বাসস) : তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু রংপুরের জনপদ। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় রংপুরের প্রকৃতি আরো শীতল হয়ে উঠেছে। 

প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হওয়া ঘন কুয়াশা পরের দিন বেলা ১২টা নাগাদও কাটে না। সূর্যের দেখা মেলে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত, তাও শুধুই আলো, কোনো তাপ নেই। এই তীব্র শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাহিরে বের হওয়ার জন্য মানুষ গায়ে দিচ্ছে কয়েক স্তরের মোটা কাপড়।

আজ বুধবার সকাল ৯ টায়  রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। 

তিন দিন ধরে এমন তাপমাত্রায় একেবারে জবুথবু অবস্থা সৃষ্টি হয়েছে রংপুরের মানুষজনের মধ্যে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ গবাদি পশু নিয়ে পড়েছে বিপাকে। এমন ঠাণ্ডায় জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে গ্রাম অঞ্চলের বয়োবৃদ্ধ ও শিশুরা।

দিনমজুর আক্কাস  আলী বলেন, ‘ভোরে কাজে বের হতে হয়। কিন্তু হিমেল বাতাসে হাত-পা জমে যায়। কয়েকটা পুরনো কাপড় পরে কোনো রকমে কাজ করি। শরীর ঠিক রাখতে হলে তো খাবারও দরকার, কিন্তু ঠাণ্ডায় কাজ কম থাকলে উপার্জনও কম হয়।’

রংপুর শহরের রিকশাচালক আলমগীর  বলেন, ‘সকালবেলা বের হই তো কুয়াশায় ভিজে যাই। ঠাণ্ডায় এত কষ্ট যে চালানোই যায় না। কিন্তু রিক্সা না চালালে পেট চলবে কীভাবে?”

শুধু শ্রমজীবী নয়, বস্তিতে থাকা ছিন্নমূল মানুষদের অবস্থা আরো করুণ। প্রচণ্ড ঠান্ডায় তারা একেবারেই বিপর্যস্ত। এক ছিন্নমূল বাসিন্দা বলেন, ‘একটা কম্বল আছে, সেটা দিয়েই কোনোরকম রাত কাটাই। শীতে তো বাচ্চারা কাঁপতে থাকে। কিছুই করার নেই।’

রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল বাসস'কে বলেন, ‘ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে চরাঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, বিতরণ করা শীতবস্ত্র পর্যাপ্ত নয়।’

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বাসস'কে জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তীব্র শীত আর কুয়াশার এই প্রকোপে রংপুর অঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের উদ্যোগ থাকলেও তা আরো বিস্তৃতভাবে বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০