কুয়াশার চাদরে ঢেকেছে কুড়িগ্রাম, দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫১
কুয়াশার চাদরে ঢেকেছে কুড়িগ্রাম, দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ছবি : বাসস

কুড়িগ্রাম, ২২ জানুয়ারি ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে কুড়িগ্রাম। ভোর থেকে বৃষ্টির মত ঝরে পড়া কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনপদ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না মানুষ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি বলে জানিয়েছেন আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার কৃষক রহিম উদ্দিন (৪৫) বলেন, ‘মাঘ মাসে ঠান্ডা বেশি হয়। এসময় মাঠে ঘাটে কাজ করতে খুব কষ্ট। আজ যা কুয়াশা পড়েছে, কিছু দেখা যায় না। এমন পরিস্থিতি থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।’

কুড়িগ্রাম শহরের বাসচালক মকবুল হোসেন (৩৫) বলেন, ‘গাড়ীর হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।  কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে, না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে। কী করবো, গাড়ি বের না করলে তো পেটের ভাত জুটবে না।’

কুড়িগ্রামের রাজারহাটের আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আজ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল কুড়িগ্রামের তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০