কুয়াশার চাদরে ঢেকেছে কুড়িগ্রাম, দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫১
কুয়াশার চাদরে ঢেকেছে কুড়িগ্রাম, দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ছবি : বাসস

কুড়িগ্রাম, ২২ জানুয়ারি ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে কুড়িগ্রাম। ভোর থেকে বৃষ্টির মত ঝরে পড়া কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনপদ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না মানুষ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি বলে জানিয়েছেন আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার কৃষক রহিম উদ্দিন (৪৫) বলেন, ‘মাঘ মাসে ঠান্ডা বেশি হয়। এসময় মাঠে ঘাটে কাজ করতে খুব কষ্ট। আজ যা কুয়াশা পড়েছে, কিছু দেখা যায় না। এমন পরিস্থিতি থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।’

কুড়িগ্রাম শহরের বাসচালক মকবুল হোসেন (৩৫) বলেন, ‘গাড়ীর হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।  কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে, না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে। কী করবো, গাড়ি বের না করলে তো পেটের ভাত জুটবে না।’

কুড়িগ্রামের রাজারহাটের আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আজ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল কুড়িগ্রামের তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন
গান পাউডারসহ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার 
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ নীতি বিষয়ক কর্মশালা
বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা প্রদানের আহ্বান বিশেষজ্ঞদের 
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
১০