সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৪

পিরোজপুর, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার ভান্ডারিয়া  উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ঝাউতলায় নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পরে রাকিব জমাদ্দার (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় সুব্রত হালদার (২০)নামে আরেক আরোহী আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইকরি ইউনিয়নের ঝাউতলা বাজারের পার্শ্ববর্তী কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব জমাদ্দার জেলার মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে এবং সুব্রত হালদার ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত ১১ টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল চরখালি- মঠবাড়িয়া সড়কের ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পরে যায়।

এসময় ঘটনাস্থলেই রাকিব মারা যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায় নাই। নিহত রাকিবের পরিবার এসে ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে।  পরিবারের সাথে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০