দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৭
ফাইল ছবি

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

পূর্বাভাসে আরো বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ চলাচল এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়ীতে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পূর্ব ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলল এপি
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সভা
টাঙ্গাইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
অস্ত্র ও মাদকসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮৬৬
নড়াইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
দুর্নীতির তদন্তের আওতায় চীনের সিকিউরিটিজের সাবেক প্রধান
১০