রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার : উপ-প্রেস সচিব

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩১ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪২
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোলাজ : বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করেছেন। তবে এ অবস্থার মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

আজ রোববার রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডের দাভোস সফরের বিষয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। গতকাল তিনি দেশে ফিরেছেন।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না। এ জন্য প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আজ প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।

এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে এ বছর বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার এ বছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে। এতে ১৭০টি দেশ অংশ নেবে। রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সম্মেলনের সহ-আয়োজক জাতিসংঘ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাট জেলা প্রশাসক কাপ ফুটবলে চ্যাম্পিয়ন পৌরসভা দলকে সংবর্ধনা প্রদান
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু
কক্সবাজার সংলাপের সুপারিশ নিউইয়র্ক রোহিঙ্গা সম্মেলনে উপস্থাপন করা হবে: পররাষ্ট্র সচিব
বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের সূচী ঘোষণা করেছে আফগানিস্তান
নির্ধারিত স্থান ছাড়া পোস্টার লাগালে বাণিজ্যিক রেটে জরিমানা : ডিএনসিসি প্রশাসক
টাঙ্গাইলে স্কুলশিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 
পিঠের ইনজুরিতে এক বছরের জন্য মাঠের বাইরে অস্ট্রেলিয়ান পেসার মরিস
ঢাবিতে জীবপ্রযুক্তির উন্নয়ন শীর্ষক সভা
কক্সবাজারে মাদকবিরোধী টাস্কফোর্সের যাত্রা শুরু
শব্দ ও বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
১০