ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটোচালকদের ধর্মঘট

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
ময়মনসিংহে অটোরিকশা বন্ধ থাকায় জনদুর্ভোগ। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা শহরে যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন কর্তৃক নগরীর নির্দিষ্ট ছয়টি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সকল সড়কে আটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অটোচালকদের ধর্মঘট চলছে।

জেলা ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিক সমিতির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। ফলে নগরবাসী ও দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে ব্যাটারি চালিত মিশুক চলাচল স্বাভাবিক থাকলেও অটোচালক ও মালিকদের বিরোধিতার কারণে অনেকে ব্যাটারিচালিত রিকশা ও মিশুক বের করতে পারছেনা।

ফলে গন্তব্যস্থলে যেতে ভাড়া তিন থেকে চারগুণ নেয়ার অভিযোগ উঠেছে। জেলা অটোচালক ও মালিক সমিতির পূর্বঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা সকাল থেকেই ভোগান্তিতে পড়েন।

অটোরিকশা বন্ধ থাকায় জনদুর্ভোগ এড়াতে নগরীতে পুলিশ ভ্যান দিয়ে বিনা ভাড়ায় যাত্রীদের গন্তব্যে যাতায়াতে সহযোগিতা করতে দেখা গেছে। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেজুঁতি ধর জানান, সকলের মতামত নিয়ে অটোরিকশা চলাচলের রুট নির্ধারণ করা হয়েছে। এ পরিস্থিতির খুব দ্রুত সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০