ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটোচালকদের ধর্মঘট

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
ময়মনসিংহে অটোরিকশা বন্ধ থাকায় জনদুর্ভোগ। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা শহরে যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন কর্তৃক নগরীর নির্দিষ্ট ছয়টি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সকল সড়কে আটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অটোচালকদের ধর্মঘট চলছে।

জেলা ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিক সমিতির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। ফলে নগরবাসী ও দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে ব্যাটারি চালিত মিশুক চলাচল স্বাভাবিক থাকলেও অটোচালক ও মালিকদের বিরোধিতার কারণে অনেকে ব্যাটারিচালিত রিকশা ও মিশুক বের করতে পারছেনা।

ফলে গন্তব্যস্থলে যেতে ভাড়া তিন থেকে চারগুণ নেয়ার অভিযোগ উঠেছে। জেলা অটোচালক ও মালিক সমিতির পূর্বঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা সকাল থেকেই ভোগান্তিতে পড়েন।

অটোরিকশা বন্ধ থাকায় জনদুর্ভোগ এড়াতে নগরীতে পুলিশ ভ্যান দিয়ে বিনা ভাড়ায় যাত্রীদের গন্তব্যে যাতায়াতে সহযোগিতা করতে দেখা গেছে। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেজুঁতি ধর জানান, সকলের মতামত নিয়ে অটোরিকশা চলাচলের রুট নির্ধারণ করা হয়েছে। এ পরিস্থিতির খুব দ্রুত সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন, রক্ষণশীলদের ক্ষোভ
গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দায় তুরস্ক
গাজা ফ্লোটিলার ৪শ’ জনেরও বেশি কর্মী আটক : ইসরাইলি কর্মকর্তা
কানাডায় হামের প্রাদুর্ভাবে প্রথম মৃত্যু 
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০
শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ
বরেন্দ্রে জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য সংরক্ষণ কৃষি গুরুত্বপূর্ণ : বিশেষজ্ঞরা 
নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ
১০