ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটোচালকদের ধর্মঘট

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
ময়মনসিংহে অটোরিকশা বন্ধ থাকায় জনদুর্ভোগ। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা শহরে যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন কর্তৃক নগরীর নির্দিষ্ট ছয়টি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সকল সড়কে আটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অটোচালকদের ধর্মঘট চলছে।

জেলা ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিক সমিতির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। ফলে নগরবাসী ও দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে ব্যাটারি চালিত মিশুক চলাচল স্বাভাবিক থাকলেও অটোচালক ও মালিকদের বিরোধিতার কারণে অনেকে ব্যাটারিচালিত রিকশা ও মিশুক বের করতে পারছেনা।

ফলে গন্তব্যস্থলে যেতে ভাড়া তিন থেকে চারগুণ নেয়ার অভিযোগ উঠেছে। জেলা অটোচালক ও মালিক সমিতির পূর্বঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা সকাল থেকেই ভোগান্তিতে পড়েন।

অটোরিকশা বন্ধ থাকায় জনদুর্ভোগ এড়াতে নগরীতে পুলিশ ভ্যান দিয়ে বিনা ভাড়ায় যাত্রীদের গন্তব্যে যাতায়াতে সহযোগিতা করতে দেখা গেছে। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেজুঁতি ধর জানান, সকলের মতামত নিয়ে অটোরিকশা চলাচলের রুট নির্ধারণ করা হয়েছে। এ পরিস্থিতির খুব দ্রুত সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
১০