আওয়ামী লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৩ আপডেট: : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৯

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর আলোচিত-সমালোচিত সকল গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে, কৌশলগত কারণে এই ৮ জনের কারো নাম এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি।

তিনি বলেন, ‘আজ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে ছয় জন হচ্ছেন উচ্চ ও মধ্য পদস্থ পুলিশ কর্মকর্তা। তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগের তদানীন্তন প্রভাবশালী নেতা তবে তাদের নাম-পরিচয় বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না।’

তিনি আরও বলেন, 'আজকে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, ‘তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়েছে  তদন্ত সংস্থা এবং এর পরই তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতারপূর্বক ট্রাইব্যুনালে হাজির করলে দ্রুতই এ বিষয়ে সবিস্তারে জানানো  হবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০