উত্তরায় ১২ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৮

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকা-আশুলিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উত্তরা এলাকার পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ রুবেল (২৭), মো. মুছা মৃধা (২২), মো. রাজন (১৯), জুয়েল (২৬), মো. কাশেম (৪১), টুটুল আলী (৪০), মো. সুজন (২২), মো. শাওন হাওলাদার (৩০), মো. রিপন (২৫), ওমর ফারুক (২২), শাকিল (২৩) ও  মো. নাজমুল হাসান (২৫)। 

রোববার মাঝরাতে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। 

থানা সূত্রে জানা যায়, কতিপয় দুষ্কৃতকারী উত্তরা ৯নং সেক্টরের ঝিলপাড় শাপলা মসজিদের উত্তর পাশে ঢাকা-আশুলিয়া মহাসড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে-এমন খবরে একটি আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো লোহার চাপাতি ও দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল, মুছা, জুয়েল ও কাশেমের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম, তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০