উত্তরায় ১২ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৮

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকা-আশুলিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উত্তরা এলাকার পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ রুবেল (২৭), মো. মুছা মৃধা (২২), মো. রাজন (১৯), জুয়েল (২৬), মো. কাশেম (৪১), টুটুল আলী (৪০), মো. সুজন (২২), মো. শাওন হাওলাদার (৩০), মো. রিপন (২৫), ওমর ফারুক (২২), শাকিল (২৩) ও  মো. নাজমুল হাসান (২৫)। 

রোববার মাঝরাতে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। 

থানা সূত্রে জানা যায়, কতিপয় দুষ্কৃতকারী উত্তরা ৯নং সেক্টরের ঝিলপাড় শাপলা মসজিদের উত্তর পাশে ঢাকা-আশুলিয়া মহাসড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে-এমন খবরে একটি আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো লোহার চাপাতি ও দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল, মুছা, জুয়েল ও কাশেমের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম, তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের পাঠ উন্মোচন
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ড. চৌধুরী মাহমুদ ও সম্পাদক মোজাম্মেল 
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
১০