ট্রেন বন্ধে কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:০৯
ট্রেন বন্ধে কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশের মতো জেলায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

গতকাল সোমবার রাত ১২টা থেকে শুরু হয় এ ধর্মঘট। ফলে ভোগান্তিতে পড়েছেন ট্রেনে চলাচল করা যাত্রীরা। 

স্টেশনে এসে ট্রেন বন্ধের খবর শুনে অনেকে চলে এসেছেন বাসস্ট্যান্ডে। জরুরি প্রয়োজন না হওয়ায় অনেকে ফিরে গেছেন বাড়িতে।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে শহরের গাইটাল বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রীদের ভিড়ের চিত্র লক্ষ্য করা গেছে। 

বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারের শ্রমিকরা বলছে সাধারণ অন্যদিনের তুলনায় কিছুটা যাত্রী চাপ বেড়েছে।

ট্রেন বন্ধ থাকায় স্টেশন থেকে ফিরে এসেছেন সোমা আক্তার নামে এক যাত্রী। তিনি জানান, ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য স্টেশনে গিয়েছিলাম। স্টেশনে গিয়ে দেখি ট্রেন বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে তাই বাসস্ট্যান্ডে চলে এসেছি। এখন বাসে যেতে হবে।

গাইডাল বাসস্ট্যান্ডে থেকে সায়েদাবাদ ও গুলিস্তানগামী যাতায়াত প্রাইভেট লিমিটেড বাসের কাউন্টার মাস্টার বাশার জানান, অন্য সাধারণ দিন সকাল ১০ থেকে ১২টায় বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত। কিন্তু আজকে অলরেডি ১৬ টি বাস ঢাকার উদ্দেশ্যে কাউন্টার ত্যাগ করেছে। সকল বাসে যাত্রী ছিল পরিপূর্ণ।

অনন্যা স্পেশাল সার্ভিসের কাউন্টার মাস্টার শাহজাহান জানান, অন্যান্য দিনের তুলনায় কিছুটা চাপ রয়েছে। 

সকাল থেকে এ পর্যন্ত ১৬ টি বাস গাইডাল বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

রেলস্টেশনের মাস্টার খলিলুর রহমান জানান, সকাল থেকে কিশোরগঞ্জ স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ৫টি ট্রেন কিশোরগঞ্জ থেকে আসা যাওয়ার কথা ছিলো। যারা অগ্রিম টিকিট কেটেছিল তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০