জুলাই বিপ্লবে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২২:০৯

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী নিয়মিত ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিএমএইচ থেকে পাঠানো তিন জন হলেন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান আলী (১৭), তাহসিন হোসেন (১৩)।

রোমান ঢালি ও তাহসিন হোসেনের পিঠে গুলি লেগেছে। তাদের স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। রোবটিক ফিজিওথেরাপির জন্য তাদের পাঠানো হয়েছে।  

অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে।  অস্ত্রোপচারের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো হয়েছে।

মুখে গুলিবিদ্ধ হওয়ায় মিজানুর রহমানের মুখমন্ডলের আকার পরিবর্তন হয়ে যায়।

আর হাফিজুর রহমান হাবিবের স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এখন পর্যন্ত জুলাই আন্দোলনে আহত ২৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি
১০