কসোভোর সাথে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২২:১৮
বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত কসোভোর নতুন রাষ্ট্রদূত লুলজিম প্লানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে  তিনি এ মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত প্লানা কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

তিনি রাষ্ট্রদূতের সাফল্য কামনা করেন এবং তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক  সহায়তার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত
খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতিসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা
‘আমরা ধ্বংস হয়ে যাব’: নিষেধাজ্ঞা পুনর্বহালে ইরানিদের উদ্বেগ
১০