রাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:২০
রাবি উপাচার্য সালেহ্ হাসান নকীবের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাত করেন। ছবি: পাকিস্তান হাইকমিশন

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে বুধবার আয়োজিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় পাকিস্তান হাইকমিশনার জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩শ’ বৃত্তির ব্যবস্থা আছে। রাবিও সেই সুবিধার অংশীদার হতে যাচ্ছে। রাবিসহ বাংলাদেশে উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সমৃদ্ধকরণের পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে পাকিস্তানি ভিজিটিং অধ্যাপক পাঠানোর ব্যবস্থা এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও সাময়িকী প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার প্রদান করা হয়। হাইকমিশনারও রাবির জন্য কিছু বই উপহার দেন। পরে হাইকমিশনার রাবির পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ ও সোশ্যাল সেক্রেটারি সালহউদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

আরও উপস্থিত ছিলেন- অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক অধ্যাপক মো. আতিকুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম, একই বিভাগের অধ্যাপক মো. নাসির উদ্দিন, অধ্যাপক মো. শামিউল ইসলাম, ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক শেহনাজ ইয়াসমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষায় উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত
খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
১০