বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে চায় সলোমন দ্বীপপুঞ্জ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:০১
ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজের সাথে বৈঠক করেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: পিআইডি

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে সলোমন দ্বীপপুঞ্জ। ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজের সাথে বৈঠককালে সেদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আগ্রহ প্রকাশ করেন। গত ২৭ ও ২৮ জানুয়ারি হাইকমিশনের একটি প্রতিনিধিদল সলোমন দ্বীপপুঞ্জ সফর করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স সলোমন দ্বীপপুঞ্জে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বলেন, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে।

অনুষ্ঠানে দূতাবাসের প্রধান কিরীটী চাকমা বলেন, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্ভব। মতবিনিময়কালে হাইকমিশনের কাউন্সেলর মো. সালাহউদ্দিন বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এ সময় প্রবাসীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা জানান। প্রতিনিধিদলের সদস্যরা প্রবাসীদের কথা শোনেন এবং সে সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬৩১ জন গ্রেফতার
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
১০