বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে চায় সলোমন দ্বীপপুঞ্জ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:০১
ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজের সাথে বৈঠক করেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: পিআইডি

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে সলোমন দ্বীপপুঞ্জ। ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজের সাথে বৈঠককালে সেদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আগ্রহ প্রকাশ করেন। গত ২৭ ও ২৮ জানুয়ারি হাইকমিশনের একটি প্রতিনিধিদল সলোমন দ্বীপপুঞ্জ সফর করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স সলোমন দ্বীপপুঞ্জে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বলেন, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে।

অনুষ্ঠানে দূতাবাসের প্রধান কিরীটী চাকমা বলেন, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্ভব। মতবিনিময়কালে হাইকমিশনের কাউন্সেলর মো. সালাহউদ্দিন বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এ সময় প্রবাসীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা জানান। প্রতিনিধিদলের সদস্যরা প্রবাসীদের কথা শোনেন এবং সে সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০