সাবেক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজানের বিরুদ্ধে দুদকের মামলা 

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ফাইল ছবি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, মুন্নুজান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালীন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে পারস্পরিক যোগসাজসে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অভিপ্রায়ে শ্রম অধিদপ্তরের উপপরিচালক থেকে পরিচালক পদের পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত গ্রেডেশন তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে ডিপিসির সুপারিশের বাইরে ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করায় মন্নুজান সুফিয়ান ও খুলনার বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক থেকে উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপরিশকৃত যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রেডেশন তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি প্রদান করায় মন্নুজান সুফিয়ান ও চট্টগ্রামের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাতের বিরুদ্ধে দুর্নীতি দমন প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় পৃথক একটি মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
১০