ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, মুন্নুজান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালীন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে পারস্পরিক যোগসাজসে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অভিপ্রায়ে শ্রম অধিদপ্তরের উপপরিচালক থেকে পরিচালক পদের পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত গ্রেডেশন তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে ডিপিসির সুপারিশের বাইরে ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করায় মন্নুজান সুফিয়ান ও খুলনার বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক থেকে উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপরিশকৃত যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রেডেশন তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি প্রদান করায় মন্নুজান সুফিয়ান ও চট্টগ্রামের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাতের বিরুদ্ধে দুর্নীতি দমন প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় পৃথক একটি মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।