গ্রামীণ টেলিকমের লভ্যাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান: শ্রম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩
ছবি: পিআইডি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কোম্পানির বাৎসরিক লভ্যাংশের দশমিক ৫ শতাংশ হারে ৩৮ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ৭৭০ টাকার চেক হস্তান্তর করেছেন।

তিনি আজ সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এই টাকা জমা হবে। দেশের সকল অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

তিনি আরও বলেন,  শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসাতেও খরচ করা হবে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান, গ্রামীণ টেলিকমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ট্রাম্প
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে
বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 
টাঙ্গাইলে মুষ্টি চাল বিক্রির টাকায় রাস্তা নির্মাণ কাজ চলছে
মজুরি ৩ বছর পর পর মূল্যায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ
এখনও থামেনি শহীদ রাসেলের মায়ের বুক ফাটা কান্না
সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প
১০