ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (বাসস) : নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে এনসিএল টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচ জয়ের পর হারল চট্টগ্রাম বিভাগ। আজ পঞ্চম রাউন্ডের ম্যাচে রংপুর বিভাগ ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে। বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাটিংয়ে ৩২ বলে ৪৩ রান করেন নাসির।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারায় চট্টগ্রাম। উপরের সারির চার ব্যাটার- মাহমুদুল হাসান জয় ১১, মোমিনুুল হক ১২, শাহাদাত হোসেন ৪ ও সৈকত আলি ১৫ রানে আউট হন।
পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটিতে চট্টগ্রামকে লড়াইয়ে ফেরান উইকেটরক্ষক ইরফান শুক্কুর ও অধিনায়ক ইয়াসির আলি। ২৮ বলে ২২ রান করে ইয়াসির ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে চট্টগ্রামকে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রানের পুঁজি এনে দেন শুক্কুর।
৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেন শুক্কুর। রংপুরের আব্দুল গাফফার সাকলাইন ৩টি ও মুশফিক হাসান ২টি উইকেট নেন। ১টি কওে উইকেট শিকার করেন নাসির ও আলাউদ্দিন বাবু।
১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট পতনের পর দলকে ৭৮ রান এনে দেন ওপেনার জাহিদ জাভেদ ও নাসির। ৪ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন জাহিদ ও নাসির। ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে জাহিদ ৩৯ এবং ৪টি চার ও ২টি ছক্কায় ৩২ বলে ৪৩ রান করেন নাসির।
জাহিদ ও নাসিরের পর আব্দুল্লাহ আল মামুন ৪ রানে আউট হলেও ১৪ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে রংপুরের জয় নিশ্চিত করেন অধিনায়ক আকবর আলি। ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে নিজের অনবদ্য ইনিংস সাজান আকবর। ম্যাচ সেরা হন নাসির।
৫ ম্যাচ শেষে ৩ জয়, ১টি হাওে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম। আগের তিন ম্যাচেই জিতেছিল চট্টগ্রাম। সমানসংখ্যক ম্যাচে ২টি করে জয়-হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রংপুর।