শিরোনাম
সিরাজগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৭৪৭জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন (কেএমআরএফ)।
আজ বুধবার দুপুরে জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কেএমআরএফ’র উদ্যোগে এই বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
খাজা টিপু সুলতান বলেন, ভাল মানুষ হতে হলে শুধুমাত্র ভালো ফলাফল করাই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং দায়িত্ববোধের সঙ্গে চলতে হবে। তিনি বলেন,আমাদের কর্তব্য সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে এবং সঠিকভাবে তা পালন করতে হবে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ, কামারখন্দ থানার অফিসার ইন-চার্জ মোখলেসুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন- চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক।
অনুষ্ঠানে নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিলো অন্যতম আকর্ষণ। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় উপস্থিত সবাই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামছুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবী উপস্থিত ছিলেন।