রাবিপ্রবিতে ২টি ভবন উন্নয়ন কাজের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫০
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক ভবনের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক ভবনের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার বেলা ১২ টায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাবিপ্রবি'র  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, প্রক্টর সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর টিম লিডার মুকতাসিম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, আজকে আমরা ভীষণ উদ্বেলিত কারণ আমরা যে প্রত্যাশার উপর দাঁড়িয়ে আছি তার বাস্তাবায়ন শুরু হলো। পাহাড়ের শান্তিপ্রিয় জনসাধারণ যেন এ বিশ্ববিদ্যালয়ের সুফল পায় তার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। 

প্রকল্পের ১ম পর্যায়ে একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, দুই টি ছাত্র-ছাত্রী হলসহ একটি বৈদ্যতিক সাব স্টেশনসহ বিশ্ববিদ্যালয়ের লিংক রোড নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে ৭২ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ নির্মাণ কাজ বাস্তবায়ন করবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০