একাদশের শিক্ষার্থীদের গ্রুপ পরিবর্তনের সুযোগ

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের গ্রুপ পরিবর্তন ও বিষয় এবং ভর্তি বাতিলের সুযোগ দেয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে ২০ এপ্রিল। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এর ই-টিসি বাটনে প্রবেশ করে নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ফি দিয়ে ইটিসি আবেদন করতে পারবেন। বিটিসি-এর ক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে Forms College section HSC 1st Year BTC Form ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী পূরণ করে ফিসহ বোর্ডের কলেজ শাখার ৪১২ নম্বর কক্ষে জমা দিতে হবে।

বিটিসি ছাড়া অন্যন্য কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা স্ব-স্ব কলেজে তার চাহিদা অনুয়ায়ী আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এর OEMS বাটনে ক্লিক করে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী বিধি মোতাবেক সংশোধন সম্পন্ন করবেন।

এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে জমা দেবেন। অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবেন।

বিটিসি ছাড়া এই কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।

শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনের ফি ধরা হয়েছে, ২০০ টাকা, গ্রুপ পরিবর্তন ৮০০ টাকা, ভর্তি বাতিল ৬০০ টাকা, অনলাইন টিসি ও বিটিসি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০